দিনাজপুর: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে নতুন করে আরও ১৭৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ জন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে।
বুধবার (২৫ মার্চ) দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় নতুন করে ১৭৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বর্তমানে দিনাজপুর জেলায় ৩৮০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরে নতুন ৮ জনসহ মোট ৩৯ জন, বিরলে নতুন ৩১সহ মোট ৩২, বোচাগঞ্জে নতুন ১সহ মোট ২০, কাহারোলে নতুন ৩১সহ মোট ৪৬, বীরগঞ্জে নতুন ১৩সহ মোট ৩৩, খানসামায় নতুন ৫সহ মোট ১৩, চিরিরবন্দরে নতুন ৬সহ মোট ১৫, পার্বতীপুরে নতুন ৩৭সহ মোট ৬২, ফুলবাড়ীতে নতুন ৩১সহ মোট ৫৫, বিরামপুরে নতুন ৫সহ মোট ২৫, নবাবগঞ্জে আগের ১০জন, হাকিমপুরে নতুন ৪সহ মোট ১০ ও ঘোড়াঘাট উপজেলায় আগের ২০ জন রয়েছে।
এছাড়াও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ৮ বছর বয়সী ১ শিশু রয়েছে।
তিনি আরও জানান, হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন স্বাভাবিক জীবনযাপন শুরু হরেছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩ জন, বোচাগঞ্জ উপজেলায় ৩, খানসামা উপজেলায় ৪, ফুলবাড়ী উপজেলায় ১ ও বিরামপুর উপজেলায় ২ জন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ২৫ মার্চ, ২০২০
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।