ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: ব্রিটিশ ভিসার মেয়াদ বাড়লো

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
করোনা: ব্রিটিশ ভিসার মেয়াদ বাড়লো ব্রিটিশ পতাকা

ঢাকা: করোনা ভাইরাসের কারণে যারা ঘরে ফিরতে পারছেন না, তাদের জন্য ব্রিটিশ ভিসার মেয়াদ বেড়েছে। আগামী ২৪ জানুয়ারি যাদের ব্রিটিশ ভিসার মেয়াদ শেষ হচ্ছে, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ভিসার মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হবে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল গত ২৪ মার্চ ঘোষণা দিয়েছেন, আগামী ২৪ জানুয়ারি যাদের ব্রিটিশ ভিসার মেয়াদ শেষ হচ্ছে, অথচ করোনা ভাইরাসের কারণে বাড়ি ফিরতে পারছেন না, এমন ব্যক্তিদের ভিসার মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হবে।

ভিসার মেয়াদ বাড়াতে হলে আবেদন করতে হবে। আবেদনের ইমেইল CIH@homeoffice.gov.uk। আবেদন বিবেচনা করে ভিসার মেয়াদ বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।