ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

এ যেন বাড়ি ফেরার যুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এ যেন বাড়ি ফেরার যুদ্ধ মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফিরতে চাওয়া মানুষের ভিড়। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অনেকটা ঈদের আমেজ নিয়েই বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছে মানুষ। রেল, প্লেন ও নৌ পথ বন্ধ থাকায় সড়কপথেই বাড়ি ফিরছে মানুষ।

এজন্য বুধবার (২৫ মার্চ) সকালে বাস টার্মিনালে বাড়তি চাপ দেখা গেছে। যদিও জনসমাগম এড়িয়ে নিজ বাসায় অবস্থান করতেই বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সরকারি সব দপ্তর ছুটি ঘোষণা করেছে।

কিন্তু ছুটি পেয়ে নিজ বাসায় হোম কোয়ারান্টিন না মেনে উল্টো দলে দলে বাড়ি ফিরছে মানুষ।

মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার থেকে সড়ক পথেও বাস চলাচল বন্ধ হয়ে যাবে, তাই আগের দিন বুধবার ময়মনসিংহ ও উত্তরাঞ্চলগামী বাসে ব্যাপক ভিড়। স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ি ফিরছেন অনেকে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দিলেও তা মানছেন না কেউ। সরকার হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলেও তা করে বাড়ি ছুটছে মানুষ। গণপরিবহন ব্যবহার ও জনসমাগমের ফলে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়ছে। এতে করে গ্রামেও ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফিরতে চাওয়া মানুষের ভিড়।  ছবি: ডিএইচ বাদলমহাখালী বাস টার্মিনালের কয়েকটি কাউন্টার ঘুরে দেখা যায়, কাউন্টারে বসার ঠাঁই নেই। বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়া কোনো বাসেই আসন ফাঁকা নেই। উল্টো বাসের ভেতর চেয়ার বসিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটছে বাস। করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে যেমন সচেতনতা নেই, তেমনি বাসের চালক ও সহকারীদের মধ্যেও নেই। চাপাচাপি করে যাত্রী বোঝাই করে ছুটছে এসব বাস।

শুধু এনা পরিবহনই নয়, এ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়া সব বাসেরই একই চিত্র।

সরকার হোম কোয়ারেন্টিন মানতে ও জনসমাগম না করতে নির্দেশ দিলেও সেটা মানছেন না কেন জানতে চাইলে নেত্রকোনাগামী বাসের যাত্রী শফিকুল ইসলাম বলেন, ‘কেউ তো মানছে না। সবাই তো বাড়ি ফিরছে। তাহলে আমরা গেলে সমস্যা তো দেখি না। ’

আরেক যাত্রী আসমা বেগম বলেন, ‘করোনা আসলে এমনিতেই আসবে, এটা নিয়ে চিন্তা করি না। ছুটি যেহেতু পেয়েছি, তাই বাড়িতে গিয়েই কদিন নিরাপদে থাকি। ’

তিন মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও বাসে গাদাগাদি করে যাত্রী নিচ্ছেন কেন জানতে চাইলে এনা পরিবহনের সহকারী আবুল লতিফ বলেন, ‘যাত্রীর চাপ বেশি। সবাই যেতে চায়, না নিয়ে কেমনে যাই বলেন। ’

শুধু মহাখালী নয়, রাজধানীর যাত্রাবাড়ী বাস টার্মিনালের চিত্রও একই। ঈদের মতো গাদাগাদি করে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছে বাসগুলো। হিমালয়, হিমাচল, রয়েল, শ্যামলী ও হানিফ পরিবহনসহ সব বাসেই উপচেপড়া ভিড়।

হিমালয় পরিবহনের টিকিট বুকিং সহকারী এনামুল হক বলেন, ‘যাত্রী আসলে তো আমরা ফিরিয়ে দিতে পারি না। সবাইকে নিয়ে যেতেই হয়। বুধবার বাসে যাত্রীর অনেক চাপ। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।