ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে বাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
বীরগঞ্জে বাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
 

বুধবার (২৫ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার ফিসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার থানাপাড়া মহল্লার মৃত বজলু রশিদের স্ত্রী আলিমন বেওয়া (৭০) ও তার ছেলে আফজাল হোসেনের স্ত্রী মোছা. রেহেনা বেগম (৩২)।


 
আহত দুইজন হলেন- ঘটনায় সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত রাজেন রায়ের ছেলে ভ্যান চালক লক্ষী রায় (৪৫) এবং অপর যাত্রী পৌর শহরের সুজালপুর গ্রামের সুকুর আলীর স্ত্রী জাহেদা বেগম (৪৫)। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে ভ্যান যোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় ফিসারি মোড়ে রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস পেছন দিক থেকে তাদের ভ্যানে ধাক্কা দিয়ে চলে। এতে ঘটনাস্থলে আলিমন বেওয়া নিহত হন। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহতের বউমা রেহেনা বেগম মারা যায়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে।
 
এ ব্যাপারে বীরগঞ্জ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।