ফায়ার সার্ভিসের সহযোগিতায় জেলার প্রধান বাজার, প্রধান প্রধান সড়ক ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের আশপাশের ভবন ও গাছপালা এবং হাসপাতাল এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
এছাড়া দরিদ্র লোকজনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের করা হচ্ছে এবং জেলার বাজার দর নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও টিসিবির মাধ্যমে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জনসহ মোট ৪৪৯ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছে। গতকাল মঙ্গলবার ৩৭৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে ১০ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। তবে এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
জেলায় আগত প্রবাসীরা যাতে নিয়ম মাফিক হোম কোয়ারেন্টিনে থাকেন সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ যাতে কোনো প্রকার জনসমাগম করতে না পারে সে ব্যাপারেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরএ