ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: খাগড়াছড়িতে মাস্ক-স্যানিটাইজার-লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
করোনা: খাগড়াছড়িতে মাস্ক-স্যানিটাইজার-লিফলেট বিতরণ খাগড়াছড়িতে সচেতনতামূলক লিফলেট এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি: করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে খাগড়াছড়িতে সচেতনতামূলক লিফলেট এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে এ মাস্ক, স্যানিটাইজার এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পৌরসভার মেয়র রফিকুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসকের ফেইসবুক পেজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার সব হাটবাজার বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।