বুধবার (২৫ মার্চ) সকালে সাভারের উত্তর জামসিং এলাকায় ১ হাজারের বেশি মানুষের মধ্যে এ মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি ও সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিঠুন সরকার বলেন, যাদের পক্ষে মাস্ক ও হাত ধোয়ার সাবান কেনা কষ্টকর, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন- সাভার পৌর কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা, এন্টি ড্রাগ অ্যালায়েন্সের সভাপতি ও সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিঠুন সরকার, সাধারণ সম্পাদক বেণু রাজ, উত্তর জামসিং বাইতুল হাদী কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি হাজী মো. সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাজী মো. হাসান মোল্লা, সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি শামীম হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব অালম অনিক ও এন্টি ড্রাগ অ্যালায়েন্সের দপ্তর সম্পাদক সুমন অাহম্মেদসহ সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরএ