বুধবার (২৫ মার্চ) সকালে ও মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর এলকায় এবং কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুইটি সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কটিয়াদী উপজেলার মধ্য চারিপাড়া গ্রামের আব্দুল কাদির, কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকার মোহাম্মদ আলী ও জিনারাই গ্রামের জালাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকায় বুধবার (২৫ মার্চ) সকালে একটি মাইক্রোবাসের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে সাইকেলচালক আব্দুল কাদির ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে নিচে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী মোহাম্মদ আলী ঘনাস্থলেই নিহত হন। এসময় অটোরিকশা চালক জালাল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি