ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে জীবাণুনাশক ছিটাচ্ছে মেট্রোপলিটন পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
রংপুরে জীবাণুনাশক ছিটাচ্ছে মেট্রোপলিটন পুলিশ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

রংপুর: করোনা সংক্রমণ ঠেকাতে রংপুর মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকায় জলকামান দিয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে নগরীর কাচারী বাজার থেকে এই কার্যক্রম শুরু হয়।

পরে সিটি করপোরেশন, সুপার মার্কেট মোড়, পায়রাচত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগসহ প্রধানসড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে দিয়ে স্যাভলনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে তা স্প্রে করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) আলতাব হোসেন জানান, জলকামান দিয়ে যেহেতু অনেক দূর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সে কারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগম এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে এই কার্যক্রম পরিচালিত করছে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ডিটারজেন্ট পাউডারও ছিটানো হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।