বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, শহরের মধ্যে সবচেয়ে বড় ডাল ব্যবসায়ী হলেন বৈদ্যনাথ সাহা ও তার ভাই স্বপন সাহা।
তাদের গুদামে গিয়ে দেখা যায়, বৈদ্যনাথ সাহার গুদামে ৬০০ মণ ও স্বপন সাহার গুদামে এক হাজার ৫০০ মণ মসুর ডাল মজুদ রয়েছে। অথচ এই ডাল বিভিন্ন মিলে ভাঙিয়ে দোকানে সরবরাহ করার কথা ছিল। বাজারে ডালের সংকট সৃষ্টি করার অপরাধে বৈদ্যনাথ সাহাকে ৫০ হাজার টাকা ও স্বপন সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি