বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার, নিউমার্কেট কাঁচা বাজার, জিগাতলা, রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে এসব অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি টিম বাজার তদারকির এ কার্যক্রম পরিচালনা করেন।
বাজার তদারকিকালে এক ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে চালের খুচরা মূল্য বেশি রাখার অপরাধে ‘বিসমিল্লাহ স্টোর’র মালিক মাইনুদ্দীনকে ১ হাজার টাকা ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটে মূল্য তালিকার চেয়ে কেজিতে ২০ টাকা বেশি দরে গরুর মাংস বিক্রি করায় ‘জহির অ্যান্ড জাহিদ গরুর মাংস বিতান’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলানিউজকে বলেন, আজ ঢাকা শহরে আমাদের পাঁচটি টিম বাজার তদারকি করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি টিমে ৩ অফিসার অংশ নিয়েছেন। কাঁচা বাজারসহ শিশুখাদ্য ও স্যানিটাইজারের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা আমরা সেটা তদারকি করছি।
তিনি বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দয়া করে কেউ মজুদ করবেন না। সব পরিস্থিতি মোকাবিলায় আমরা সচেষ্ট রয়েছি। সরকারের নির্দেশনা আছে, কেউ পণ্য মজুদ করবেন না। সবাইকে সেই নির্দেশ মানার আহ্বান জানানো হচ্ছে।
মনজুর মোহাম্মদ আরও বলেন, প্রতিটি বাজার তদারকিতে বাজার কমিটির নেতারা আমাদের সহযোগিতা করছেন। তারাও চাইছেন, যেন কোনো ক্রেতার কাছ থেকে পণ্যের অতিরিক্ত দাম নেওয়া না হয়। সে ব্যাপারে তারাও সচেষ্ট রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এসএমএকে/এইচজে