ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ছুটিতে সীমিত পরিসরে অফিস করবে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
ছুটিতে সীমিত পরিসরে অফিস করবে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা

ঢাকা: করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধরণ ছুটির মধ্যেও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সীমিত পরিসরে অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যার যার কাজ নির্ধারণ করে দিয়ে বলা হয়েছে, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচজন করে কর্মকর্তাকে একেক দিনের দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সাধারণ ছুটি থাকলেও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অফিসে উপস্থিত থেকে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

‘করোনা ভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের মধ্যে সংযোগ সাধনের দায়িত্ব দেওয়া হলো। ’

এছাড়া মার্চ-এপ্রিল মাসে ছুটির দিনে মন্ত্রিপরিষদ বিভাগের নিরাপত্তা ব্যবস্থা পরিবীক্ষণের জন্য প্রতিদিন দুইজন করে কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে হবে।

এ সময় নিরাপত্তা সংক্রান্ত কোনো বিরূপ অবস্থার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে তা সংশ্লিষ্ট কর্তপক্ষকে জানানোর নির্দেশনাও দেওয়া হয়।

নভেল করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটির ঘোষণা দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমআইএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।