বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের চুন্নু ফকিরের বাড়ির সামনে নির্মাণাধীন বেড়িবাঁধের উপরে ট্রলিচাপায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের হামিদ খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন বেড়িবাঁধের কাজে ব্যবহৃত একটি ট্রলি বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম খানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগেও, বেড়িবাঁধের কাজে ব্যবহৃত গাড়ির চাপায় ওই এলাকায় আরও দুইজন মারা যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি