গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে ‘জমজম’ নামের ওই স্পিনিং মিলে আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাহিদ মামুন জানান, দুপুরের দিকে জমজম স্পিনিং মিলে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে পুরো টিনশেড ভবনে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর, জয়দেবপুর, ভালুকা ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কারখানার ভেতর কালো ধোঁয়াইয় ছেয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লাগছে।
কীভাবে আগুনের সূত্রপাত ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা এখনও জানা যায়নি বলে জানান নাহিদ মামুন।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরএস/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।