খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনাবাহিনীর ৬ প্লাটুন সদস্য মাঠে নেমেছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল থেকে সেনাবাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে খুলনায় সড়কে টহল শুরু করেন। মঙ্গলবার অনুষ্ঠিত প্রশাসন ও সশস্ত্র বাহিনীর কর্মপদ্ধতি নির্ধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠে কাজ করছেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে মহানগরীর ময়লাপোতা, রূপসা স্ট্যান্ড রোড, ডিসি অফিস, নিরালা এলাকাসহ মাইকিং করছেন সেনাবাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৫ , ২০২০
এমআরএম/এইচএডি