ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
করোনা: আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সেল

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ভাইরাস প্রতিরোধে এ বিশেষ সেল গঠনের আদেশ দেয়।

আদেশে বলা হয়, সম্প্রতি প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস বিশ্বের ১৯৫টিরও বেশি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

প্রতিদিন নতুনভাবে অসংখ্য মানুষ এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এ ভাইরাসের বিস্তার রোধে ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে আইন-শৃঙ্খলা সহায়তা এবং এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জননিরাপত্তা বিভাগের ‘করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত একটি সেল’ গঠন করা হয়েছে।

সার্বিক কার্যক্রম তদারকির জন্য ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।

২৬ মার্চ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমিন, ২৭ মার্চ সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি, ২৮ মার্চ উপসচিব আবু হাসনাত মো. মঈনউদ্দিন, ২৯ মার্চ উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, ৩০ মার্চ সিনিয়র সহকারী সচিব মু. আসাদুজ্জামান, ৩১ মার্চ সিনিয়র সহকারী সচিব কাইজার মোহাম্মদ ফারাবী, ১ এপ্রিল উপসচিব মোহাম্মদ জাহেদুর রহমান, ২ এপ্রিল উপসচিব আবু নাছের ভূঁইয়া, ৩ এপ্রিল উপসচিব আরিফ আহমেদ খান ও ৪ এপ্রিল উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমান সেলে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু এ সংক্রান্ত তথ্যাদি গণমাধ্যমে সরবরাহ করবেন বলেও আদেশে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমআইএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।