ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় থার্টিফার্স্ট নাইটে এসআইয়ের ছেলের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
খুলনায় থার্টিফার্স্ট নাইটে এসআইয়ের ছেলের আত্মহত্যা

খুলনা: নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় খুলনার খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হাসান সোহাগ (২৬) আত্মহত্যা করেছেন।

মোটরসাইকেল না পেয়ে অভিমান করে থার্টিফার্স্ট নাইটে মহানগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আরংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোহাগ নতুন মোটরসাইকেল চেয়েছিল পরিবারের কাছে। সেটা না পেয়ে আত্মহত্যা করেছেন। সোহোগের মরদেহ উদ্ধার করা হচ্ছে। আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।