ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‌‘করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ-চীন’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
‌‘করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ-চীন’

ঢাকা: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ২০২০ সালে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ-চীন একযোগে কাজ করেছে।

শুক্রবার (১ জানুয়ারি) নববর্ষের এক বার্তায় তিনি এ কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা ২০২০ সালকে বিদায় জানিয়েছি। তবে গত বছর বিশ্বজুড়ে করোনা মহামারি মোকাবিলা করতে হয়েছে। করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ-চীন।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী ও চীনা কমিউনিস্ট পার্টির ১০০ তম বার্ষিকী উদযাপন করা হবে। আমরা সেই প্রতীক্ষায় আছি। সবাকে শুভ নববর্ষ।

এদিকে, চীনা দূতাবাস জানিয়েছে, নতুন বছরে চীনা দূতাবাস থেকে 'এ মিনিট উইথ অ্যাম্বাসেডর' ভিডিও প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামে চীনা রাষ্ট্রদূত বিভিন্ন বার্তা দেবেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।