ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোংলায় ২৬ বোতল মদসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
মোংলায় ২৬ বোতল মদসহ আটক ৫ আটক পাঁচজন

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ২৬ বোতল বিদেশি মদসহ পাঁচজন মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।  

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট (বিএন)এম মাজহারুল হকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক পাঁচজন হলেন- মোংলা উপজেলার টেংরামারী গ্রামের নারায়ন চন্দ্র মণ্ডলের ছেলে মণ্ডল রায় (৪৮), একই উপজেলার দিগরাজ গ্রামের সুজন অধিকারীর ছেলে মাধব অধিকারী (১৯), রামপাল উপজেলার দুর্গাপুর গ্রামের প্রসান্ত গাইনের ছেলে পিংকু গাইন (৩০), একই উপজেলার গীলাতলা গ্রামের আজিক খলিফার ছেলে আফতাফ খলিফা (২০) ও বাবুরবাড়ী এলাকার রবিন শঙ্করের ছেলে শিব সংকর (১৮)।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দ মদ ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।