ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ফাইল ফটো। বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) ধাক্কায় কামরুল হাসান (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কামরুল শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার এনামুল হাসানের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, কামরুল মোটরসাইকেলে করে আখাউড়ার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর অভিমুখে আসছিলেন। পথে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।