ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত। ছবি: বাংলানিউজ

বরিশাল: নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাজিব প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে রোবাবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্বরে কেক কাটেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস ও বিসিসি প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন সহ বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা।

অপরদিকে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) বিকেলে শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘন্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।