ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসনে এপিডি অনুবিভাগের দায়িত্বে অতিরিক্ত সচিব আনিছুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
জনপ্রশাসনে এপিডি অনুবিভাগের দায়িত্বে অতিরিক্ত সচিব আনিছুর মো. আনিছুর রহমান মিঞা

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞা।

এ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখার অতিরিক্ত সচিবকে এপিডি অনুবিভাগে নিয়োগ দিয়ে সোমবার (৪ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. মোকাম্মেল হোসেনকে গত ২৪ ডিসেম্বর পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসনে এপিডি অনুবিভাগ গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ সংক্রান্ত দায়িত্ব পালন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।