ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
গাজীপুরে ইয়াবাসহ আটক ৪ র‌্যাবের কবজায় আটকরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ছয়দানা হাজীরপুকুর এলাকা থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন আটক করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর র‌্যাব-১ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো-কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসুরচর এলাকার মৃত জমশেদ মোল্লার ছেলে এরশাদ মোল্লা (৩৭), ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক (৩১), একই থানার চেওরিয়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব (৩০) ও শরীয়তপুরের ডামুড্ডা থানার ডামুড্ডা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম সুমন (৪০)।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ছয়দানা হাজীর পুকুর এলাকায় অভিযান চালানো হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ওই ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, একটি প্রাইভেটকার, ৩ হাজার ১২০ টাকা এবং ৮টি মোবাইল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।