ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতারকের খপ্পরে খোয়া গেল মাদরাসার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
প্রতারকের খপ্পরে খোয়া গেল মাদরাসার টাকা

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে মোবাইলে প্রতারক চক্রের খপ্পরে পড়ে মাদরাসার অনুদানের ৬২ হাজার টাকা খোয়া গিয়েছে। এ ঘটনায় মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কালাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকালে প্রতারণার স্বীকার মাওলানা আবুল কালাম বাংলানিউজকে জানান, নেয়ামতপুর নূরানী হাফিজিয়া মাদরাসা পরিচালনা করেন তিনি। গত রোববার (৩ জানুয়ারি) তার মোবাইলে লন্ডন প্রবাসী খালাতো ভাই মাবুল হক পরিচয়ে একটি কল আসে। উনার ব্যাংকে কোন একাউন্ট আছে কি না, থাকলে জাতীয় পরিচয়পত্র দিতে বলে খালাতো ভাই পরিচয়দানকারী ওই ব্যক্তি। এর কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইলে আট লাখ ৫০ হাজার টাকার একটি মেসেজ আসে। মাদরাসার জন্য অনুদান পাঠিয়েছেন, পিন নম্বর দেখিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিতে বলেন ওই ব্যক্তি। এবং পাঠানো টাকা থেকে ওই ব্যক্তির অসুস্থ্য বন্ধুর মাকে বিকাশে এক লাখ পাঠিয়ে দিতে অনুরোধ করেন।

তিনি আরও জানান, ওইদিন ব্যাংকের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি টাকা তুলতে পারেন নি। ওই ব্যক্তি বার বার কল দিয়ে এক লাখ টাকা বিকাশ করতে অনুরোধ করতে থাকেন। পরে মাদরাসার অনুদানের ফান্ডে থাকা ৬২ হাজার টাকা তিনি বিকাশের মাধ্যমে প্রতারকের নম্বরে পাঠিয়ে দেন।

পরদিন সোমবার (৪ জানুয়ারি) সকালে লন্ডনে থাকা নিজের খালাতো ভাইকে কল দিয়ে জানতে পারেন টাকা পাঠাতে বলেননি তিনি। ঘটনাটি প্রতারণা বুঝতে পেরে গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সুধারাম থানায় একটি অভিযোগ দায়ের করেন আবুল কালাম।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, অভিযোগ পাওয়ার পর প্রতারক চক্রটির সদস্যদের ধরতে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।