ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসচাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ফেনীতে বাসচাপায় কিশোর নিহত

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে বাসচাপায় মো. আশরাফুল আলম (১৭) এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

আশরাফুল ফাজিলপুর ওয়ালিয়া ডিগ্রি মাদ্রাসা আলিম প্রথমবর্ষের ছাত্র। জেলার ফরহাদ নগর ইইনিয়নের নৈরাজপুর গ্রামে আমানউল্যাহ পন্ডিত বাড়ির হারুনের ছেলে।

আহতরা হলেন- নিহত আশরাফুলের নানা আবদুস সোবহান ও আশরাফুলের দুই চাচাতো ভাই। চাচাতো ভাইদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম নেওয়া হয়েছে।

রোববার (১০ জানুযারি) সন্ধ্যায় মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামা সরোয়ার হোসেন জানান, বোনের বিয়ের ফর্দের অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল আশরাফুল। এসময় চট্টগ্রাম অভিমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২১৯৩) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।