ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালকসহ নিহত ৩ ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক চেঙ্গী নদীতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

ব্রিজটি ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুতুকছড়ি-খাগড়াছড়ি সড়কে বেইলি ব্রিজ দিয়ে চেঙ্গী নদী পাড় হচ্ছিল পাথরবোঝাই একটি ট্রাক। এ সময় ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি রাঙামাটি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ব্রিজ ভেঙে যাওয়ায় আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।