ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতার্তদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
শীতার্তদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর শিল্প প্রতিমন্ত্রীর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ। ছবি: বাংলানিউজ

ঢাকা: অসহায় শীতার্ত মানুষের পাশে থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি  আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বর্তমান জনবান্ধব সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কাফরুলে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থানীয় অসহায়-দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।  

এসময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের সার্বক্ষণিক তৎপরতার ফলে বাংলাদেশ দক্ষতা ও সাফল্যের সঙ্গে করোনা মোকাবেলা করছে। করোনার প্রভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতি স্তিমিত হয়ে পড়লেও সময় মতো প্রণোদনা ঘোষণার ফলে দেশের অর্থনীতি সচল রয়েছে, শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড এবং কাফরুল থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।