ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে এসআইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
শেরপুরে এসআইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ ডিআরইউতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জান্নাতুল ফিরদৌস লিমা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ময়মনসিংহ রেঞ্জের শেরপুর জেলার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও অভিযোগ উঠেছে।

হয়রানি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী জান্নাতুল ফিরদৌস লিমা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এসআই আনোয়ার হোসেন নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর তার খারাপ দিকগুলো আমার কাছে ধরা পড়ে। আমার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা যৌতুক দাবি, অন্য নারীর প্রতি লোভ, সব ধরনের অপকর্মের সঙ্গে তিনি জড়িত। স্ত্রী হিসেবে তার এসব অপকর্ম থেকে দূরে থাকতে বলায় তিনি আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ’

লিমা বলেন, ‘আমার খালাতো ভাইকে খুন করেও তিনি ক্ষান্ত হননি, পরিবারের প্রতিটি সদস্যের বিরুদ্ধে দেশের প্রতিটি থানায় একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমার পরিবারের সব সদস্য আতঙ্কের মধ্যে দিন পার করছেন। এ পরিস্থিতিতে আমি আমার ভাইয়ের হত্যার বিচারের পাশাপাশি এসআই আনোয়ার ও তার সহযোগীদের শাস্তির দাবি জানাই। হয়রানি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।