ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে আগুনে পোড়া কুকুর নিয়ে রহস্য, তোলপাড়!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
সচিবালয়ে আগুনে পোড়া কুকুর নিয়ে রহস্য, তোলপাড়!

ঢাকা:  প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন। দিনভর এ খবরে সারাদেশ ছিল তোলপাড়।

তবে এ খবরের পাশাপাশি আরও একটি বিষয় সবার নজরে এসেছে। সেটি হলো সচিবালয়ে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের আটতলায় পাওয়া গেছে একটি মৃত কুকুর।

অনেকেই প্রশ্ন তুলেছেন সেখানে কুকুর গেল কী করে? আবার অনেকেই বলছেন রহস্যের কথা।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

তিনি বলেছেন, ‘ফাইল পুড়ে গেছে বলে আরো কত ফাইল যে গায়েব হবে তা কেউ জানে না।

একটা মন্ত্রণালয়ের ফাইল পুড়ে যাওয়া মানে ভয়াবহ বিপর্যয়। মহাবিপর্যয়। অনেক ফাইল আছে, যা রি-কনসট্রাক্ট করা অসম্ভব। কল্পনাও করা যায় না কী পরিমাণ ক্ষতি তা। ’

তিনি বলেন, ‘চাকরি জীবনের ৩০ বছর এবং এখন পর্যন্ত সচিবালয়ের ভেতরে কোনো দিন কুকুর দেখিনি।

অথচ ওই বিল্ডিংয়েরে ৮ তলায় পুড়ে যাওয়া মৃত কুকুর পাওয়া গেছে। হোয়াট আ মিজারেবল সিকিউরিটি!’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আবার বলছি, শক্ত হোন। শক্ত হোন। কাজের গতি বাড়ান। এভাবে চললে, ষড়যন্ত্রের ধাক্কায় উড়ে যাবেন সবাই। ’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে ও দেখতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃতদেহ পাওয়া গেছে। সচিবালয়ের রুমের ভেতরে কিভাবে একটি কুকুর পাওয়া যেতে পারে। এখানে আরো কোনো চক্রান্ত আছে কি না। ষড়যন্ত্র আছে এটা আমরা নিশ্চিত। কিভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। সেটিও আমাদের ঐক্যবদ্ধ হয়ে পর্যবেক্ষণ ও প্রতিহত করতে হবে। ’

সাফা নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিছেন, ‘সচিবালয়ে পোড়া ভবনের আটতলায় মৃত কুকুর পাওয়া গেছে। কথা হলো এত রাতে আটতলায় কুকুর কী করে পৌঁছাল। ’

জাহিদ হাসান নয়ন লিখেছেন, ‘সচিবালয়ের পোড়া ভবনের আটতলায় মিলল মৃত কুকুর, বাড়ছে রহস্য। দুর্নীতি চ্যালেঞ্জের ২ দিনের মধ্যে সচিবালয়ে আগুন, বাড়ছে রহস্যের গন্ধ। ’


এরই মধ্যে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া সচিবালয় ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ।  

সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধিদল। এ সময় সেখান থেকে উদ্ধার হওয়া মৃত কুকুরটিকে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েঢছে

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ক্রীড়া, ডাক টেলিযোগাযোগ, গণপূর্ত, সমাজকল্যাণ, স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা।  

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ১৬টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।