ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সম্পাদক মুজিবুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সম্পাদক মুজিবুল ইসলাম আবু তাহের চৌধুরী ও মুজিবুল ইসলাম

কক্সবাজার: কক্সবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ কমিটিতে সমকাল এর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আবু তাহের চৌধুরী সভাপতি এবং দৈনিক কক্সবাজার এর পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. বদিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারি,সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য সম্পাদক হাসানুর রশীদ, নির্বাহী সদস্য যথাক্রমে বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোছাইন, অ্যাডভোকেট ফরিদুল আলম, জিএম আশেক উল্লাহ ও নুরুল ইসলাম হেলালী।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. বদিউল আলম জানান, গত ১১ জানুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষদিনে ১৫টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়েও এ ১৫টি মনোনয়নপত্র সঠিক বলে বিবেচিত হয়। তাই প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা এ ১৫ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।