ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সালথায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ২০০ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রচার সম্পাদক আসাদুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা মাঠে শীতবস্ত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথদী সমাজসেবা সংগঠন।

বিশিষ্ট সমাজ সেবক মাহফুজুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ হাসিব সরকার। এ সময় অন্যান‌্যদের মধ্যে আর‌ও উপস্থিত ছিলেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রমাঃ ওবায়দুর রহমান, যদুনন্দী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো. আবুল খায়ের মুন্সী, সালথা থানার এসআই শহিদুল ইসলাম, বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌হিদুর রহমান, সালথা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক আ‌জিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান‌ সঞ্চালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।