ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
পুঠিয়ায় শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজ ঘর থেকে মুদাচ্ছিম হোসেন (১০) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মুদাচ্ছিম উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মুনির হোসেনের ছেলে।

পুঠিয়া পৌরসভার নব-নির্বাচিত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেবের বলেন, প্রতিদিনের মতো বিকেলে ওই শিশু তার ঘরে পড়তে বসেছিল। এ সময় তার বাবা-মা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে ওই শিশুর বাবা ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভবত ওই শিশু তার মায়ের একটি ওড়না ঘরের আড়ায় পেঁচিয়ে ঝুল খেলার চেষ্টা করছিল। এক পর্যায়ে ওই ওড়না তার অজান্তে গলায় ফাঁস লেগে যায়। এতে মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশু ঘরের মধ্যে খেলতে গিয়ে নিজেই এ দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এটা পরিকল্পিত হত্যা কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।