ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
খুলনায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত প্রতীকী ছবি

খুলনা: খুলনায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের সোর্স মো. শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর লবনচরার বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় জখম হয়েছেন তার দুইজন সোর্সও।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর ডিবির একটি টিম ও তিন জন সোর্সসহ লবনচরা থানাধীন বান্দাবাজার এলাকায় একটি ইয়াবা ব্যবসায়ী চক্রকে আটক করতে গেলে তারা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশের সোর্স এবং পুলিশের উপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের একজন এএসআই ও ২ দুইজন সোর্স গুরতর জখম হয়। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।