ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নড়াইল: সন্ত্রাসী হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপ্রু ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন বাড়ি থেকে নড়াইলে যাচ্ছিলেন। পথিমধ্যে বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮-১০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে ছানোয়ার হোসেনসহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে ছানোয়ার চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার যশোরে মারা যান।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।