ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে ইয়াবাসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
সেনবাগে ইয়াবাসহ ২ যুবক আটক আটক দুইজন

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় নন্দীরপাড় ব্রিজ এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আটকরা হলেন- সেনবাগের পূর্ব কালারাইতা গ্রামের আজগর আলীর ছেলে সোলায়মান সোলায়মান শাহীন (২২) ও মজিবুল হকের ছেলে জসিম উদ্দিন (৩৫)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে ফেনী-গাজীরহাট সড়কের নন্দীরপাড় ব্রিজের কাছে সিএনজিচালিত একটি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি করা হয়। সে সময় অটোরিকশাটির যাত্রী সোলায়মানের কাছ থেকে ১০০ ও জসিমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দসহ তাদের আটক করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।