ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
পলাশবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাব্বির রহমান আশিক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাপায় সাব্বির রহমান আশিক (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বির একই জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে সাদুল্যাপুর থেকে পলাশবাড়ীতে আসছিলেন সাব্বির। পথে পলাশবাড়ী সদরে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গাইবান্ধা কার্যালয়ের সামনে এলে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহন সাব্বির। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।