ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেফতার, দু’টি ইজিবাইক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেফতার, দু’টি ইজিবাইক উদ্ধার উদ্ধার ইজিবাইক। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের নয় জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান টানা চারদিন অভিযান চালিয়ে মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মাদারীপুর সদর থানার গোলাবাড়ি গ্রামের মিন্টু মাতবর, মাহবুব ব্যাপারী, রাসেল হাওলাদার, একই থানার নয়াচর গ্রামের অন্তর ঢালী, শিবচর থানার সুমন ফরাজী, জাহাঙ্গীর ব্যাপারী ও মুন্সিগঞ্জ জেলার রুবেল হোসেন, বোরহান ব্যাপারী এবং মিজানুর রহমান।  

ব্রিফিংয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকা থেকে সদর থানার ফয়জুল্লাহপুর গ্রামের আনিসুর রহমান, দক্ষিণ কামালনগর এলাকার মিজানুর রহমান ও দেবহাটার পারুলিয়া এলাকার আজিবর রহমানের তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাইয়ে চালকদের অজ্ঞান করে নির্জন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক তিনটি ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এসব ঘটনায় ইজিবাইকের মালিক আনিসুর রহমান ও মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা করেন।

পুলিশ মামলা দুটি তদন্ত শুরু করে জানতে পারে ছিনতাই চক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসী। তথ্য অনুযায়ী সাতক্ষীরা সদর থানার একটি টিম দু’টি জেলায় চারদিন অভিযান চালিয়ে নয় জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জের লৌহজং থানার বনশেমন্ত গ্রাম থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া দু’টি ইজিবাইক। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।