ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশীদ জানান, ভোরে জিল্লুর রহমান ফ্লাইওভারের উপর অজ্ঞাত যানবাহনের চাপায় গুরুতর আহত হন ওই যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরনে লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।