ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৮তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
১৮তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডের একটি ১৯তলা ভবনের ১৮তলা থেকে লাফিয়ে আসিফুল হক বিজয় (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মইনুল ইসলাম জানান, আসিফুল হক বিজয় তার মায়ের সঙ্গে মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাবা নাম মৃত আব্দুর রহমান। শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামলী খিলজি রোড এলাকার একটি ১৯তলা ভবনের ১৮ তলা থেকে ওই যুবক পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করতে পারেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সরোওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নিহত ‘এ’ লেভেল পাস করার পর আর পড়াশোনা করছেন না বলে-জানিয়েছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।