ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাংগীতে বিএসএফ’র গুলিতে ব্যবসায়ী আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
বালিয়াডাংগীতে বিএসএফ’র গুলিতে ব্যবসায়ী আহত 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছেন।  

শনিবার (১৬ জানুয়ারি) ভোরে রত্নাই ৩৮২ পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লাল মোহাম্মদ আমজানখোর ইউনিয়নের মোমিনটলা গ্রামের ঝুকু মোহাম্মাদের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, বালিয়াডাংগী উপজেলার রত্নাই ৩৮২ পিলার সীমান্ত এলাকায় ৭-৮ জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে লাল মোহাম্মদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানায়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।