ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ শীতলক্ষ্যায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
না.গঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ শীতলক্ষ্যায় উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের চারদিন পর শীতলক্ষ্যা নদী থেকে সুজন মাহমুদ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুজন মাহমুদ বন্দর উপজেলার আবুল হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স চতুর্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র।

নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছগির বলেন, ‘নদীতে মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে। মরদেহে পচন ধরে গেছে। তাই শারীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ’

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘১৪ জানুয়ারি বন্ধুদের সঙ্গে কোন এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে বলে বাসা থেকে বের হয় সুজন। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। এ ঘটনায় পরদিন বন্দর থানায় তার বাবা নিখোঁজের জিডি করেন। ’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।