ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি মেয়রের সঙ্গে কসভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ডিএনসিসি মেয়রের সঙ্গে কসভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া ও মেয়র আতিকুল ইসলাম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া।  

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ নগর ভবনে মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও কসভো দু’টি ভাতৃপ্রতিম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।  

কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হওয়ার আহ্বান জানান।  

রাষ্ট্রদূত বলেন, দু’টি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।
 
সাক্ষাতকালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসএইচএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।