ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক প্রতিমন্ত্রী মো. খালেদুর রহমান টিটোসহ সাবেক ৯ জন সংসদ সদস্যের মৃত্যুতে সংসদের শীতকালীন অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের একাদশ অধিবেশনের (শীতকালীন) শুরু হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই এ শোক প্রস্তাব আনা হয়।

এ শোক প্রস্তাবে আরও যাদের নাম রয়েছে তারা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানম, সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয় খাতুন, ভাষাসৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়া, সাবেক সচিব ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মুহ. আবদুল হান্নান খান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি নাট্যব্যক্তিত্ব আলী যাকের, উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম, বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

এছাড়া বৈশ্বিক মহামারি করোনা আক্রান্ত হয়ে দেশে-বিদেশে যেসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুতে জাতীয় সংসদ শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।