ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিএমপিতে যোগ হলো আরও ৪ পিকআপভ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বিএমপিতে যোগ হলো আরও ৪ পিকআপভ্যান

বরিশাল: জনগণের প্রত্যাশা পূরণে সেবার মান আরও বাড়াতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) আরও চারটি নতুন পিকআপভ্যান সংযোজন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এই পিকআপভ্যানগুলোর চাবি হস্তান্তর করেন।



এর মধ্যে কোতয়ালি মডেল থানায় ২টি, কাউনিয়া থানায় ১টি ও মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ১টিসহ মোট ৪টি পিকআপভ্যান হস্তান্তর করা হয়েছে।
এ সময় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা অতি দ্রত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই পিকআপগুলো ব্যবহার করে অতি দ্রুততার সঙ্গে জনগণের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পুলিশ। আমরা স্বাধীন বাংলাদেশের জনগণের প্রত্যাশার পুলিশ। সুতরাং জনগনের কাছে সত্যিকারার্থে নির্ভেজাল সেবা পৌঁছে দেওয়াটাই আমাদের সফলতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ,উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. রবিউল ইসলাম শামীম, কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা মো. নুরুল ইসলাম,কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিমুল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।