ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়ী হয়েই পোস্টার সরালেন কমলগঞ্জের মেয়র

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বিজয়ী হয়েই পোস্টার সরালেন কমলগঞ্জের মেয়র

মৌলভীবাজার: দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার দ্বিতীয় দিনেই নির্বাচনী প্রচারণার পোস্টার অপসারণ করতে নামলেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জুয়েল আহমেদ।

সোমবার (১৮ জানুয়ারি) কমলগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সব প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় মেয়রের সঙ্গে তার সমর্থকরাও উপস্থিত ছিলেন।  

দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমদ বাংলানিউজকে বলেন, ‘নিজের ও সব প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেন না লেমিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল।

গতবারের মতোই আগামী পাঁচ বছর পৌরসভা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।