ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চলতি অধিবেশনে প্যানেল সভাপতি যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
চলতি অধিবেশনে প্যানেল সভাপতি যারা

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের চলতি অধিবেশন পরিচালনার জন্য ৫ জনকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে। অধিবেশনে স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে ক্রমানুসারে সভাপতির দায়িত্ব পালন করবেন প্যানেল সদস্যরা।

সোমবার (১৮ জানুয়ারি) সংসদের অধিবেশনের শুরুতে মনোনীত প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার শিরীন শারমির চৌধুরী এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্যানেল সভাপতিরা হলেন- নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুযায়ী উপস্থিত এ সদস্যদের মধ্যে থেকে সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।