ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজার থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ উথোয়াই ওয়ান মার্মা (২৫) নামে এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫)।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে জেলা শহরের লিংকরোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক উথোয়াই ওয়ান মার্মা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়ার মংচ থোয়াই মার্মার ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো মেইল বার্তায় জানানো হয়, কক্সবাজার লিংকরোড হারুন মার্কেট ভাই ভাই অটোপার্টস দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদককারবারীরা।  

এমন গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যাওয়ার সময় উথোয়াই ওয়ান মার্মাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসবি/এএটি   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।