ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহজাহান রোলিং মিলস্ এলাকায় ট্রেনে কাটা পড়ে লিটন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লিটন কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দক্ষিণ খামার গ্রামের মৃত হযরত আলীর ছেলে। সে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা বিবির বাজার এলাকায় বসবাস করতো। সে পেশায় রাজমিস্ত্রী ছিলো বলে জানা যায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে শাহজাহান রোলিং মিলস্ থেকে রেল স্টেশনের দিকে রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলো। এমন সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের নীচে পরে তার দেহ খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রেনে কাটা পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই বক্কর জানান, ট্রেনে কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মৃত দেহ উদ্বার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।