ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে শুক্রবার (২৯ জানুয়ারি) ভোররাত ৩টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল।  

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ভোরে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন বলেন, ভোররাতে কুয়াশা পড়তে থাকলে পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে চলাচল বন্ধ রাখা হয়। তাছাড়া ঘাট ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মা নোঙর করে আছে এখন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।