ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ২ হোটেল ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ২ হোটেল ব্যবসায়ী নিহত

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুইজন হোটেল উদ্বোধনের জন্য ঢাকার যাত্রীবাড়িতে যাচ্ছিলেন মাছ ক্রয়ের জন্য।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহত ব্যক্তির নাম বেলাল (২৫)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহত বেলাল ও নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া জানান, উপজেলার বালুয়াকান্দি এলাকায় ছয়বন্ধু মিলে খাজা হাইওয়ে রেস্টুরেন্টের জন্য ঢাকার যাত্রাবাড়ী থেকে মাছ কিনতে যাচ্ছিলেন। সকালে রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার জন্য সিগন্যাল দিলে সেটি তা অমান্য করে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত হন অপরজন।  

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা সালাহ উদ্দিন জানান,  আহত ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।